গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর’ স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বর্ণিল আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এই আয়োজনের ব্যবস্থা করে।
বর্ণিল আনন্দ শোভাযাত্রা নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলফাডাঙ্গা পৌর এলাকার ব্রিজ থেকে বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। ব্যান্ড পার্টির তালে তালে নেতাকর্মীরা পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে সমবেত হন। এ সময় তাঁদের হাতে ছিল দলের ব্যানার, ফেস্টুন ও ধানের শীষের প্রতিকৃতি। র্যালি চলাকালে ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।
আনন্দ শোভাযাত্রা শেষে বাজার চৌরাস্তায় এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও বোয়ালমারী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শামসুদ্দিন (ঝুনু) মিয়া। তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “তারুণ্যের প্রথম ভোট যেন ধানের শীষের পক্ষে হয়।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোসবুর রহমান খোকন এবং বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজের সাবেক ছাত্রনেতা ও আলফাডাঙ্গা উপজেলা জিয়া প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি কাজী সাজেদুল হক লিটন। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংস্কৃতিক সম্পাদক আলামিন হোসেন প্রধান বক্তা এবং সৌদি আরব শাখা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী জসীমউদ্দিন কাকুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ডাক্তার আজিজুর রহমান আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান দাউদ, আলফাডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী শেখ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরুল হোসেন ও ইমরান হোসেন লস্কর, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইয়াদ, পৌর শ্রমিক দলের সভাপতি কাইয়ুম শিকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, টগরবন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হায়দার আলী, এবং আলফাডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাজীম আহমেদ-সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে সেখানে অতিথিরা একসঙ্গে কেক কেটে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এ সময় দলের নেতা-কর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানানোর পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রশংসা করা হয়।