বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাকসু নির্বাচনে ২৬ পদের ২৪টিতেই শিবির প্যানেলের জয় কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে টেকনাফে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে হাত ধোয়ার অভ্যাসে নায়ক হও” স্বাস্থ্য সচেতনতায় আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন আলফাডাঙ্গায় উদ্দীপনায় পালিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস মহেশখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রান সহায়তা বদলির পরেও একই স্থানে বহাল তবিয়তে টেকনাফ পৌরসভার উচ্চমান সহকারী ওসমান আলফাডাঙ্গার নওয়াপাড়ায় যুব সমাজের উদ্যোগে জমকালো ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত টেকনাফে গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বন্দি থাকা নারী ও শিশুসহ ৮ জন আটক মাদকের বিরাট চালান আটক হলেও মূলহোতা দুইজন অধরা শিক্ষার আলোয় উজ্জ্বল প্রভাত: আবেগঘন বিদায় সংবর্ধনা

৫ ইসলামী ব্যাংক একীভূতকরণ: কীভাবে দেখছেন অর্থনৈতিক বিশ্লেষক

শ্যামল বাংলাদেশ ডেস্ক / ২১৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন

দেশের ব্যাংকখাতের আলোচনায় বারবার ভেসে ওঠে অনিয়ম, দুর্নীতি ও অপশাসনের স্পষ্ট চিত্র- যার খেসারত দিচ্ছে অর্থনীতি, ভুগছেন সাধারণ গ্রাহক। ঠিক এক বছর আগে দায়িত্ব নেয়া নতুন গভর্নর আহসান এইচ মনসুর দায়িত্ব নিয়ে এসব সংস্কারে হাত দেন, যার ফলে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব বাস্তবতা।

সরকার সিদ্ধান্ত নিয়েছে ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল, ইউনিয়ন, সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংককে একীভূত করবে। এদের খেলাপির হার ৯৬ থেকে ৪৮ শতাংশ পর্যন্ত। এসব ব্যাংক একীভূত করে সরকারি ব্যবস্থাপনায় পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছেন গভর্নর। চ্যানেল 24-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, সপ্তাহখানেকের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হবে এবং এজন্য সরকারের কাছে প্রয়োজনীয় বরাদ্দ চাওয়া হয়েছে।

ব্যাংক একীভূতকরণের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরি বলেন, এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমরা সবাই চাই ব্যাংকগুলো সুস্থ ধারায় ফেরত আসুক। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক সক্রিয় হয়েছে, এটি আনন্দের কথা। গর্ভনর অনেক ধরনের চেষ্টা করে যাচ্ছেন। এসব চেষ্টা সফল হোক আমরা সেটা কামনা করছি।

তিনি বলেন, শুধু একীভূত করলে তো হবে না। এগুলো নিয়ে অনেক পলিটিক্যাল ক্রাইসিস শুরু হবে। সাইফুর রহমান (সাবেক অর্থমন্ত্রী) যখন ব্যাংকের ৫০০ ব্রাঞ্চ বন্ধ করতে চেয়েছিলেন, তখন আমরা বলেছিলাম, আপনার কাজে আপনার পার্টির এমপিরা বাধা দেবে। শেষ পর্যন্ত সেটিই ঘটলো। যেখানে বন্ধ করতে গেছে, সেখানে বিএনপির লোকেরাই বাধা দিয়েছে। পরবর্তীতে ওই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হলেন সাফুর রহমান।

ড. তৌফিক আহমেদ বলেন, আমরা সাইফুর রহমানের কাছে জানতে চাইলাম ব্যাংকের শাখাগুলোতে লস হচ্ছে কেন? জবাবে তিনি বললেন, ‍ঋণখেলাপি ও কুঋণের কথা। আমরা বললাম, সমস্যা ঋণখেলাপি হলে সেটি সমাধান করতে হবে। দুর্বল ব্যাংক-সবল ব্যাংকের সংজ্ঞা আসতে হবে ক্যাপিটাল অনুযায়ী। এখন ক্যাপিটাল সংক্রান্ত কোনো কথা নেই। একীভূতকরণের ফলাফল কী হবে, এখানে পলিটিক্যাল বাধা তো আসবে।

ড. তৌফিক আহমেদ আরও বলেন, বিভিন্ন ব্যাংক যে ডিপোজিটরদের টাকা দিতে পারছে না- এ দায়টা কার। এখানে ব্যাংক ব্যবস্থাপনা, কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের দায়িত্ব আছে। ব্যাংকের ব্যবসায় হলো আস্থার ব্যবসা। আস্থা নষ্ট হলে এ ব্যবসায় আর টিকবে না। ভালো অবস্থায় ফিরে আনতে ব্যাংকগুলোকে শক্তিশালী করতে হবে। ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে।
ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রির বিষয়ে তিনি বলেন, বিনিয়োগকারীরা এ মুহূর্তে ব্যাংকটির শেয়ার কিনতে আগ্রহী হবে কিনা সন্দেহ রয়েছে। এছাড়া শুনছি যোগ্যদের রাখা হবে পরবর্তী ব্যবস্থাপনায়। অযোগ্যদের বাদ দেয়া হবে। সম্যাসা তৈরি করে তো অযোগ্য লোকজন, তারা যখন মিছিল শুরু করবে তখন কী করবে।

ইসলামী ধারা ৫টি ছাড়াও অন্তত ২০টি ব্যাংকের ক্ষেত্রে একই সিদ্ধান্ত নেয়া হতে পারে। যার মধ্যে রয়েছে সরকারি ব্যাংকও। পাশাপাশি, বেসরকারি ইসলামী ব্যাংকের বিষয়েও সুনির্দিষ্ট পদক্ষেপের কথা জানান গভর্নর আহসান এইচ মনসুর। তার ভাষায়, এস আলম গ্রুপের মালিকানাধীন এই ব্যাংকের ৮২ শতাংশ শেয়ার দেশি বা বিদেশি বিনিয়োগকারীর কাছে বিক্রির চেষ্টা চলছে। বিক্রি সফল হলে, প্রাপ্ত অর্থ দিয়ে পূরণ করা হবে প্রতিষ্ঠানের আর্থিক ঘাটতি।
এ মুহূর্তে দুর্বল কোনো ব্যাংক বন্ধ করার পরিকল্পনা নেই সরকারের। বরং, টিকিয়ে রাখতে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন আহসান এইচ মনসুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন