জাতের মেয়ে
নুরুল ইসলাম মাহমুদ
জাতের মেয়ে কালো ভালো
নদীর পানি ঘোলা,
ভক্তি সদা স্বামীর প্রতি
হোক না কালো পোলা।
থাকলে তাদের অঢেল খ্যাতি
না থাকে তার অহংকার,
থাকলে মেজাজ ঠাণ্ডা তাহার
বাচনভঙ্গি চমৎকার।
অল্প কথায় চটলে মাথা
অন্তর তাহার সাদা,
ভালো বাসায় পূর্ণ হৃদয়
যেমন কৃষ্ণ রাধা।