বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১:০২ অপরাহ্ন

টেকনাফে নিখোঁজ বিজিবি সদস্যের ভাসমান মরদেহ উদ্ধার

শেখ আহমদ, টেকনাফ / ৯০ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১:০২ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে মিয়ানমার থেকে নতুন করে অনুপ্রবেশের চেষ্টার সময় নৌকাডুবির ঘটনায় নিখোঁজের ৩০ ঘণ্টা পর বিজিবি সদস্য মোহাম্মদ বেলালের মরদেহ উদ্ধার হয়েছে।

রোববার (২৩ মার্চ) দুপুর সোয়া ১২ টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া সৈকত পয়েন্ট দিয়ে মৃতদেহটি উদ্ধার করে আনা হয় বলে জানিয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান-৩ ও সংরক্ষিত মহিলা মেম্বার ফারিয়া ইয়াসমিন।

বিজিবি সদস্য বেলাল টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ সীমান্ত ফাঁড়িতে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনায় নিখোঁজ বিজিবির সদস্যের সাথে একটি চাইনিজ রাইফেল এবং গুলি ভর্তি ৪ টি ম্যাগজিন থাকার তথ্য পাওয়া গেলেও মৃতদেহের পাশাপাশি এসব আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
প্যালেন চেয়ারম্যান-৩ ও স্থানীয় সংরক্ষিত মহিলা মেম্বার ফারিয়া ইয়াসমিন বলেন, শুক্রবার মধ্যরাতে নাফনদীর শাহপরীরদ্বীপ এলাকায় রোহিঙ্গা বহনকারী ট্রলার ডুবির ঘটনার পর থেকে বিজিবির এক সদস্যসহ নিখোঁজদের সন্ধানে বিজিবি ও কোস্টগার্ড সদস্যদের পাশাপাশি স্থানীয় জেলেরাও সাগরে নিরবিচ্ছিন্ন উদ্ধার তৎপরতা চালায়। এক পর্যায়ে রোববার সকালে শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া সৈকত থেকে অদূরবর্তী সাগরে একটি মৃতদেহ ভাসতে দেখা যায়। পরে কোস্টগার্ড ও বিজিবির আভিযানিক দলের সদস্যরা মৃতদেহটি উদ্ধার করে। এরপর বেলা সোয়া ১২ টার শাহপরীরদ্বীপের পশ্চিম পাড়া সৈকত নৌঘাট দিয়ে লাশটি নিয়ে আসা হয়েছে। পরে লাশটি কূলে তোলার পর গাড়ি যোগে বিজিবি নিয়ে যান বলে জানান তিনি।
এব্যাপারে টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, শাহপরীরদ্বীপের অদূরবর্তী সাগর থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ বিজিবি সদস্যের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। পরে লাশটি কূলে নিয়ে আসার পর কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এর আগে শুক্রবার মধ্যরাতে শাহপরীরদ্বীপ পশ্চিমে রোহিঙ্গাবহনকারী ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবির এক সদস্য সহ অনেকেই নিখোঁজ হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন