বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন

সীমান্তে আটক ২৬ বাংলাদেশী জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

শেখ আহমদ, টেকনাফ / ৬২ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া ২৬ জেলেকে আরাকান আর্মির কাছ থেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২বিজিবি)।

১৫ মার্চ শনিবার বিকেল সাড়ে ৫ টায় টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া সংলগ্ন ট্রানজিট জেটি ঘাট দিয়ে এসব জেলেদের ফেরত আনা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান
তিনি বলেন, টেকনাফের নাফনদী থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত আনতে বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে তৎপরতা শুরু করে। পরে দীর্ঘ প্রচেষ্টার পর শনিবার বিকেলে ২৬ বাংলাদেশী জেলেকে ফেরত আনতে সক্ষম হয়েছে বিজিবি।”

এর আগে ফেরত আসা জেলেরা মার্চে বিভিন্ন সময়ে মাছ শিকারে গিয়ে আটক হয়েছিল। ফেরত আসাদের মধ্যে কয়েকজন বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গাও রয়েছে বলে জানিয়েছেন বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন