টেকনাফ উপজেলাধীন সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার বাসিন্দা মোঃ রফিক প্রকাশ আইয়া রফিকের বাড়ি থেকে ২৬ জন রোহিঙ্গা উদ্ধার করেছে বর্ডার গার্ড বিজিবি।
জানা যায়, ৮ই মার্চ রাতে মাদক ও রোহিঙ্গা আনা নেওয়ার কাজে ব্যবহৃত নিজের নৌকা দিয়ে রোহিঙ্গা এনে বাড়িতে রাখে স্থানীয় মোঃ রফিকসহ, ইসমাইল, সরওয়ার, নুরুল হাকিম আব্দুল্লাহ। প্রসঙ্গত, এর বিরুদ্ধে মাদক ও মানব পাচারে জড়িত থাকার গুরুতর অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে।
টেকনাফ ২ বিজিবির অস্থায়ী খোরেরমুখ চেকপোস্টের ইনচার্জ খোরশেদ ও নায়েক আশরাফের নেতৃত্বে একটি টহলদল সকালে অভিযান পরিচালনা করে ২৬ জন রোহিঙ্গা উদ্ধার করেছে বলে জানা যায়। এবিষয়ে, খোরেরমুখ চেকপোষ্টে যোগাযোগ করলে তারা জানান, আমরা গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে মোঃ রফিক ও আব্দুল্লার বাড়িতে অভিযান চালিয়ে ২৬ জন রোহিঙ্গা উদ্ধার করেছি। পরে আমাদের নিয়ম অনুসারে মায়ানমার ফেরত পাঠানোর জন্য ব্যাটালিয়নে পাঠিয়ে দিয়েছি।
কাটাবনিয়ার স্থানীয় লোকজনের বরাতে জানা যায়, মাদক, মানবপাচারসহ নানা অপরাধ কাজ করার জন্য রফিক নিজে একটি নৌকা ক্রয় করেন দুই বছর আগে। সেই নৌকা দিয়ে প্রশাসনের চোখফাঁকি দিয়ে সমুদ্র পথে সকল ধরনের অবৈধ বানিজ্য করে আসছেন।রফিক মায়ানমারের সাথে অবৈধ বানিজ্য সম্পর্ক গড়ে তোলার জন্য রোহিঙ্গা এক মেয়েকেও বিয়ে করেছেন বলে জানা যায়। স্থানীয় সচেতন ব্যক্তিদের দাবি, হাতেগোনা কয়েকজন লোক কাটাবনিয়া গ্রামটিকে জিম্মি করে বিভিন্ন অবৈধ কার্মকান্ড করে আসছে। যার জন্য পুরো এলাকার বদনাম সরিয়ে পড়েছে। তাই সকল প্রশাসনের কাছে অনুরোধ যেন দ্রুত এই কারবারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হয়।
এদিকে, মাদক, মানবপাচার রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে কঠোর নির্দেশনা মোতাবেক বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানান, লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি-অধিনায়ক টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।