শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন

কবি নুরুল ইসলাম মাহমুদ এর কবিতা ‘রোজা রাখি সবাই’

সাহিত্য ডেস্ক / ৭৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
নুরুল ইসলাম মাহমুদ
কবি নুরুল ইসলাম মাহমুদ এর কবিতা ‘রোজা রাখি’

রোজা রাখি সবাই

নুরুল ইসলাম মাহমুদ 

রাখবো রোজা রমজানেতে পড়বো রাতে তারাবী

করবো জিকির দিবা নিশি জপবো হাজার তাসবি।

 

ত্রিভুবনের মালিক যিনি তিনিই মোদের রব

করবে ক্ষমা সকল গুনাহ তিনিই একা সব।

 

করবো জিহবা সংযত করবো গীবত বন্ধ

বন্ধ করবো ঝগড়াঝাটি হানাহানি দন্ধ।

 

বলবো নাকো মিথ্যা কথা করবো নাকো ঠাট্টা

নানান রকম ইবাদতে কাটিয়ে দেবো রাতটা।

 

যখন ক্ষিধায় ডাকবে উদর ডাকবো আমি স্রষ্টারে

বদলা পাবো ভীষণ তাপে প্রবোধ দেবো মনটারে।

 

ফরজ আমল মনে করে রাখবো সবাই রোজা

রোজাবীহিন স্বর্গে যাওয়া হইবে নাকো সোজা।

 

উঠবো ভোরে সেহরি খাবো করবো কোরান পাঠ

পণ করেছি পুণ্যে এবার করবো বাজিমাত।

নুরুল ইসলাম মাহমুদ

কবি
নুরুল ইসলাম মাহমুদ এর কবিতা ‘রোজা রাখি সবাই’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন