বাংলা ভাষা
নুরুল ইসলাম মাহমুদ
ভাষা এল ফাগুন মাসে
ভাষা মোদের প্রাণ ,
বাংলা ভাষায় কথা বলি
বাংলাতে গাই গান।
মায়ের ভাষা বাংলা মোদের
বাংলা মুখের বোল,
হীরের টুকরো বাংলা আমার
তুলনায় অতুল।
সালাম রফিক রক্ত দিল
বাংলা ভাষার জন্য,
তৃষ্ণা মিটে বাংলা ভাষায়
পাইনা তৃপ্তি অন্য।
বাংলা আমার মায়ের মত
বাংলা আমার মান,
গর্ব করি বাংলা নিয়ে
বাংলা আমার ধ্যান।
প্রাণ দিল হাজার শহীদ
মাতৃভাষার তরে,
মনে থাকবে তোদের কথা
সারাজীবন ভরে।