২০২৫ সালের রমজানে মসজিদুল হারামে তারাবি পড়াবেন সাতজন ইমাম। তারা হলেন—
হারামাইন শরিফাইনের জেনারেল প্রেসিডেন্সির সভাপতি ১/শায়খ আবদুর রহমান আস-সুদাইস।
২/শায়েখ মাহের আল মুয়াইকিলি।
৩/শায়েখ আব্দুল্লাহ জুহানি।
৪/শায়েখ বান্দার বালিলাহ।
৫/শায়েখ ইয়াসির আদ-দাওসারী।
৬/শায়েখ বাদার আত-তুর্কি।
৭/শায়েখ ওয়ালিদ আস-সামছান।
২০২৫ সালের রমজানে মসজিদে নববীতে তারাবি পড়াবেন আটজন ইমাম। তারা হলেন—
১/শায়েখ আহমাদ হুদাইফী।
২/শায়েখ সালেহ বুদাইর।
৩/শায়েখ খালেদ মুহান্না।
৪/শায়েখ আব্দুল্লাহ কারাফী।
৫/শায়েখ আব্দুল্লাহ বুয়াইজান।
৬/শায়েখ মুহাম্মাদ বারাহজি।
৭/শায়েখ আহমাদ তালেব।
৮/শায়েখ মুহসিন আল কাসেম।
প্রসঙ্গত, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে এবার রমজানে ১০ রাকাত তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। পাঁচ সালামে ১০ রাকাত তারাবির নামাজ শেষে জামাতে তিন রাকাত বিতির নামাজ আদায় করা হবে।
মসজিদুল হারাম ও মসজিদে নববীতে এর আগে ২০ রাকাত তারাবির নামাজ আদায় করা হতো।
২০২০ সালে বিশ্বব্যাপী করোনা মহামারি ছড়িয়ে পড়লে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে তারাবির রাকাত সংখ্যা কমিয়ে ১০ রাকাত করা হয়। এরপর টানা কয়েক বছর ধরে মসজিদ দুটিতে ১০ রাকাত তারাবির নামাজ চলমান রয়েছে। ২০২৫ সালে এ সিদ্ধান্ত বহাল থাকলেও এর নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।