নিজামুদ্দিন অনুসারেদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম জানান, আজ শুক্রবার বাদ ফজর বয়ান করেছেন দিল্লির নিজামুদ্দিন মারকাজের মাওলানা আব্দুস সাত্তার। মূলত আম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আম বয়ানের মাধ্যমেই শুরু হল বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
নিজামুদ্দিন মারকাজের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম আরও বলেন, ‘বৃহস্পতিবার আসরের নামাজের পর ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম ইজতেমা চলাকালীন আমরা শবেবরাত পেয়েছি। ইজতেমা মাঠে উপস্থিত লাখো মানুষ একসঙ্গে শবেবরাতের নামাজ পড়বেন। নামাজ শেষে একসঙ্গে রোজা রাখবেন, বড় জামাতে জুমার নামাজ আদায় করবেন। এ পর্যন্ত ৫০টি দেশ থেকে বিদেশী মেহমান এসেছেন। তবে এবারের ইজতেমা নিয়ে দোটানায় থাকায় আশানুরূপ বিদেশী মেহমান আসেননি। এছাড়া ভিসা জটিলতায় মাওলানা সাদ আহমদ কান্ধলভির ইজতেমায় আসা হচ্ছে না।’
বৃহস্পতিবার দুপুরে ইজতেমা ময়দানের এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান বলেছেন, ‘বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আসা মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে পুরো ময়দান নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। দায়িত্ব পালন করছেন বিপুলসংখ্যক পুলিশ সদস্য। এছাড়া ডগ স্কোয়াড, নৌ-টহল, মোবাইল টহল, ড্রোন ভিউ, সিআইডি, ডিবিসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।’