শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন

নুরুল ইসলাম মাহমুদ এর লেখা কবিতা ‘ছোট্ট শহর টেকনাফ’

নুরুল ইসলাম মাহমুদ / ১১৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন

ছোট্ট শহর টেকনাফ

নুরুল ইসলাম মাহমুদ

বাংলাদেশের সর্ব দক্ষিণ ছোট্ট শহর টেকনাফ
পাশ দিয়ে তার একে বেকে বয়ে চলে নদী নাফ।

সারা বছর পর্যটকের পায় যে নাফ সাড়া
লীলা ভূমি টেকনাফে আসতে পাগল পারা।

ইতিহাস হয়ে আছে মাথিনের কূপ
সাগর এবং নদী পাহাড় কি যে অপরুপ।

মন ভুলানো জেটি দুটি নাফ নদীর পর
দু পাশে তার বাঁধছে পাখি ভালো বাসার ঘর।

ভীড় জমে যায় সন্ধ্যা হলে সাগরের কূল
শান্ত পবন উড়ায় চলে রমণীর চুল।

উঠছে গড়ে নদী নাফের, তীর ঘেষে এক বন্দর
লাল সবুজের বিল্ডিং গুলো দেখতে অনেক সুন্দর।

উচ্চ পাহাড় টেকনাফের টৈঙা পাহাড় টং
কালের স্বাক্ষী দাঁড়িয়ে আছে হোটেল নেটং।

টেকনাফের সুপারি মহেশ খালীর পান
শব্দ দুটি নিয়ে গায়ক বানিয়েছে গান।

শুভ্র সাদা লবণের চাষ টেকনাফের মাঠে
লুনা জ্বলের সতেজ মাছ রহিম মাঝির ঘাটে।

দেখতে পাবে টেকনাফে হরেক রকম বিদ্যালয়
সারি সারি স্কুল কলেজ আছে আরও দ্বীনালয়।

পর্যটকের প্রধান চাওয়া সেন্টমার্টিন দ্বীপ
এর আলোতে জ্বলছে সকল পর্যটন প্রদ্বীপ।

সাব রাঙের ট্যুরিষ্ট স্পট এক্সক্লুসিভ জোন
ছোট খাট থাকলে দোষ আছে অনেক গুণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন