টেকনাফ উপকূলে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য জড়োকালে এক দালালসহ ১৯ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে নৌবাহিনী।
২১ জানুয়ারি (মঙ্গলবার) সকালের দিকে এবিষয়ে সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত গণসংযোগ কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, ২০ জানুয়ারি (সোমবার) রাতে টেকনাফের উপকূলীয় ইউনিয়ন বাহারছড়া কচ্ছপিয়া এলাকা থেকে ১৮ মালয়েশিয়াগামী ভিকটিম ও মানব পাচারে জড়িত এক দালালকে আটক করা হয়।
তিনি আরও বলেন, গোপন সংবাদের মাধ্যমে উক্ত এলাকায় দায়িত্বরত নৌবাহিনীর সদস্যদের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় সাগর পথে মালয়েশিয়া পাচার করার উদ্দেশ্যে বেশ কয়েকটি ঘরে অনেক নারী-পুরুষ ভিকটিম লোকায়িতভাবে অবস্থান নিয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক দলের সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এতে মানব পাচারে জড়িত এক দালাল ও ১৮ জন মালয়েশিয়াগামী ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ভিকটিমদের মধ্যে দুই জন বাংলাদেশিসহ ১৭ জন রোহিঙ্গা নাগরিক।
১৮ ভিকটিম ও আটক মানব পাচারকারীকে পরবর্তী আইনের ব্যবস্থা গ্রহণ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।