শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন

টেকনাফে মৌসুমের আগেই মিলছে কাঁচা আম

নিজস্ব প্রতিবেদক / ৯৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার সব্বির আহমেদ এর নিজের বাগানের ২৫ কেজি কাঁচা আম নিয়ে সন্ধ্যার দিকে টেকনাফ বাস স্টেশনে আসেন।

১৯ জানুয়ারি রোববার সন্ধ্যায় টেকনাফ পৌরসভার বাসস্টেশন সড়কের পাশে ফুটপাতে সাজিয়ে রেখে বিক্রি করা হচ্ছে মৌসুমের আগাম ফল কাঁচা আম। প্রতি কেজিতে ছয় থেকে সাতটি আম ওজনে ধরছে। এক একটির আমের ওজন ১৫০ গ্রামের মতো। প্রতি কেজি বিক্রি করা হচ্ছে ৫৫০ টাকায়। হঠাৎ করে বাজারে কাঁচা আম দেখতে পেয়ে স্থানীয় লোকজন ভিড় করছে।

টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া গ্রামের সব্বির আহমেদ নিজের বাগানের ২৫ কেজি কাঁচা আম নিয়ে সন্ধ্যার দিকে টেকনাফ আসেন।  এসময় স্থানীয় ব্যবসায়ী নুরুল হোসাইন ও মোহাম্মদ কাছিম আম গুলো ক্রয় করেন।
আম বাগানের মালিক সব্বির আহমদ বলেন, বাড়ির আঙিনায় কয়েক বছর ধরে তিনটি গাছে আগাম আম পাওয়া যাচ্ছে। আগাম ফলের আশায় ভালো দামে আম বিক্রি হচ্ছে। গাছে আরও প্রচুর আম রয়েছে। আশেপাশের লোকজনের বাড়িতেও এখনো আম গাছে মুকুল আসেনি।
এব্যাপারে টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম বলেন, হঠাৎ করে বাজারে কাঁচা আম দেখতে পাওয়ার বিষয়টি অবিশ্বাসযোগ্য হলেও সত্য। বর্তমানে অধিকাংশ এলাকায় আম গাছে মুকুল আসেনি। এসময় বাজারে কাঁচা আম পাওয়ায় অবিশ্বাসযোগ্য বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন