শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন

ট্রুকলারে স্প্যাম কল ব্লক করবেন যেভাবে

প্রতিবেদকের নাম / ১০৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন

স্মার্টফোন ব্যবহারকারী দিন দিন বেড়েই চলেছে। স্মার্টফোনের নানান কাজ সহজ করেছে অ্যাপগুলো। এরমধ্যে সবচেয়ে দরকারি এবং জনপ্রিয় অ্যাপ হচ্ছে ট্রুকলার। অপরিচিত নম্বরগুলো শনাক্ত করার জন্য এই অ্যাপ বেশ জনপ্রিয়। কোনো অচেনা নম্বর থেকে ফোন এলে ট্রুকলারের মাধ্যমে সহজেই সেই কলারের পরিচয় জেনে নেওয়া যায়।

বর্তমান সময়ে স্প্যাম কল একটি বিরক্তিকর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেক অজানা নম্বর থেকে কল আসে, যেগুলো প্রায়শই প্রতারণামূলক বা বিরক্তিকর হতে পারে। ট্রুকলার একটি জনপ্রিয় অ্যাপ, যা স্প্যাম কল শনাক্ত করতে এবং ব্লক করতে সাহায্য করে।

ট্রুকলার ব্যবহার করে কীভাবে স্প্যাম কল ব্লক করবেন জেনে নিন-

> প্রথমে ট্রুকলার অ্যাপ ডাউনলোড এবং সেটআপ করুন।
>> এবার স্প্যাম কল ব্লক ফিচার চালু করে নিন।
>> সেটিংস থেকে ব্লকিং মেনুতে যান।
>> এখানে ব্লক টপ স্প্যামারস অপশনটি চালু করুন। এটি ট্রুকলারের ডাটাবেসে থাকা শীর্ষ স্প্যামারদের স্বয়ংক্রিয়ভাবে ব্লক করবে।

নির্দিষ্ট নম্বর ব্লক করতে চাইলে-
>> কল লিস্টে যান এবং নম্বরটি সিলেক্ট করুন।
>> ব্লক অ্যান্ড রিপোর্ট অপশন নির্বাচন করুন।
>> যদি আপনি চান, রিপোর্ট করার সময় নম্বরটি স্প্যাম হিসেবে চিহ্নিত করুন। এটি ট্রুকলারের ডাটাবেসে যোগ হবে এবং অন্য ব্যবহারকারীরাও সতর্ক হতে পারবেন।

ডু নট ডিস্টার্ব (ডিএনডি) মোড চালু করে রাখতে পারেন। এজন্য-
>> যদি আপনি শুধু নির্দিষ্ট সময়ে বিরক্তি এড়াতে চান, তবে ডিএনডি (ডু নট ডিস্টার্ব) মোড চালু করুন।
>> এটি অ্যাপের সেটিংস থেকে নির্ধারণ করা যায় এবং আপনাকে স্প্যাম বা অন্য কোনো কল থেকে নির্ধারিত সময়ে মুক্তি দেবে।

এস:জা/গো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন